---Advertisement---

আউসগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২, উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,আউসগ্রাম: যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২ বাইক আরোহী।
গুসকরা মানকর সড়কপথে আউশগ্রামের অভিরামপুর পেট্রোল পাম্পের কাছে মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। দূর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে গুসকরা মানকর রোড। ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় আউশগ্রাম থানার পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশসূত্রে জানা গেছে, মৃতদের নাম দিলীপ বাউড়ি(৫০) ও অতুল মণ্ডল(৫৬)। তাদের বাড়ি আউশগ্রামের ভাল্কি গ্রামে। জানা গেছে, একটি বাইকে চড়ে দু’জনে মিলে চাষের কাজের জন্য কীটনাশক ওষুধ কিনতে গুসকরা যাচ্ছিলেন। সেসময় অভিরাম পাম্প থেকে তেল ভরে বেরোচ্ছিলো বাসটি। তখনই বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে গলসি গলিগ্রাম হয়ে বর্ধমানগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জন বাইক আরোহীর।

এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

See also  ১৭-২১জানুয়ারি বর্ধমানে পৌষালী উৎসব -২৪'-এর মঞ্চ মাতাতে কারা আসছেন? দেখে নিন এক ঝলকে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---