---Advertisement---

আগামীকাল থেকে বর্ধমান শহরে টানা সাতদিন সম্পূর্ণ লকডাউন, ফের করোনায় মৃত এক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পুর্ব বর্ধমান জেলায় উত্তরোত্তর করোনা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই এবার করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করলো জেলায়। 
মঙ্গলবার বর্ধমান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কালীবাজার আমতলা এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। গত তিনদিন আগে জ্বর ও কাশির উপসর্গ নিয়ে তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তার মৃত্যু হয়। পরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। 
উল্লেখ্য, এনিয়ে জেলায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩-এ। এদিকে বুধবার থেকে টানা সাতদিন বর্ধমান শহরের ৩৫ টি ওয়ার্ড কেই সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দিলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ থাকবে বলে নির্দেশ জারি করা হয়েছে। 
See also  মঙ্গলকোটের ডাবলু আনসারি বিজেপিতে যোগ দিতেই ভাই বাবলু আনসারিকে গ্রেপ্তার করল পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---