---Advertisement---

ইয়ার্ড থেকে প্ল্যাটফর্মে আসার সময় বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল লাইনচ্যুত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হল বর্ধমান হাওড়া লোকালের একটি বগি। সোমবার সকালে বর্ধমান স্টেশনের কারসেডে এই ঘটনা ঘটে। কারসেড থেকে ১০টা ০৫ এর মেন লাইন লোকাল কে প্ল্যাটফর্মে নিয়ে আসার সময় এই দূর্ঘটনা ঘটেছে। ট্রেনের মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। যদিও ট্রেনটি ফাঁকা থাকায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ট্রেনটিকে লাইন থেকে তোলার চেষ্টা চালাচ্ছে রেল কর্মীরা।

বিজ্ঞাপন
রেল সূত্রে জানা গেছে, কি কারণে বগি লাইনচ্যুত হয়েছে সেটা পরীক্ষা ও পর্যবেক্ষণের পরই জানা যাবে। তবে প্রাথমিকভাবে রেলওয়ে ট্র্যাকের রক্ষণাবেক্ষণে গলদ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সিগন্যালিং এর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে জানা গেছে।
See also  রেলগেট নামিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে গার্ড, রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স, ভাইরাল ভিডিও
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---