---Advertisement---

বর্ধমানে ঝড় ও শিলাবৃষ্টির জেরে পাকা ধানে মই, চিন্তায় চাষীরা

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: একেই বলে পাকা ধানে মই। গত কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে বিশেষত সন্ধ্যার পর থেকেই কালবৈশাখীর তান্ডবের পর সোমবার সন্ধ্যায় প্রবল ঝড়, বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিজনিত কারণে এবার বাস্তবিকভাবেই চাষীদের মাথায় হাত। 
সোমবার সন্ধ্যেয় জেলার বিভিন্ন প্রান্তেই প্রবল ঝড়, বৃষ্টি এবং তার সাথে শিলাবৃষ্টির কারণে বিশেষ করে বোরো চাষীদের দুশ্চিন্তা বাড়ল। কারণ মাঠে মাঠে পেকে রয়েছে বোরো ধান। চলতি লক ডাউনের জেরে শ্রমিক সমস্যায় ধান কাটা এখনো শুরু হয়নি। আর তারই মাঝে প্রকৃতির এই তান্ডবে দিশাহারা কৃষক কুল। যদিও ক্ষতির পরিমাণ সম্বন্ধে এদিন কৃষি দপ্তর থেকে বিশেষ কিছু জানা যায়নি।  
See also  সাতসকালে ভাতার এবং মঙ্গলকোটে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত প্রায় ১০জন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---