---Advertisement---

বর্ধমানে মাইক্রো ফাইনান্স কোম্পানির গ্রাহকদের করোনা কিট প্রদান

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতে এখনও বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি একইসাথে সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। আর এই অবস্থার কথা মাথায় রেখে ফিউশন মাইক্রোফিনান্স সংস্থা তাঁর গ্রাহকদের বিনামূল্যে মাস্ক সহ করোনা কিট সরবরাহের কাজ শুরু করলেন।

বিজ্ঞাপন

 

বুধবার সংস্থার অফিসে ২৫জন সদস্যের হাতে এদিন মাস্ক, স্যানিটাইজার এবং মহিলাদের জন্য স্যানিটারি নেপকিন তুলে দেন সংস্থার ডিভিশনাল ম্যানেজার গৌরব দেবনাথ, রিজিওনাল প্রশাসক ইন্দ্রনীল চ্যাটার্জ্জী প্রমুখরা। 

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,  চলতি সময়ে মোট ২০০০ জনকে এই করোনা রোধক কিট দেওয়া হবে। একইসঙ্গে এদিন ঘোষণা করা হয়, সংস্থার যাঁরা গ্রাহক তাঁদের কৃতি ছেলে মেয়েদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য ৬ হাজার টাকা এবং দ্বাদশ থেকে স্নাতক স্তরের ২য় বর্ষ পর্যন্ত ছাত্রছাত্রীদের ১০ হাজার টাকার স্কলারসিপ দেওয়া হবে।
See also  ফের গণধর্ষনের অভিযোগ বর্ধমানে, গ্রেপ্তার পাঁচ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---