---Advertisement---

বর্ধমানে মার্বেল সংস্থার গোডাউন থেকে উদ্ধার চন্দ্রোবোড়ার ১৬টি বাচ্চা, আতংক

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: একটা দুটো নয়, ১৬টা চন্দ্রোবোড়ার বাচ্চা কে উদ্ধার করলো বনদপ্তরের উদ্ধারকারী দল। শুত্রুবার বর্ধমানের আলমগঞ্জ এলাকায় একটি মার্বেল সংস্থার গোডাউন থেকে উদ্ধার করা হয় বিষধর এই সাপের বাচ্চাগুলোকে। এই ঘটনায় রীতিমত আতংক ছড়িয়েছে ওই মার্বেল সংস্থা সহ গোটা এলাকায়। 

এদিকে সাপের বাচ্চা উদ্ধার হলেও তাদের বাবা,মা অর্থাৎ পূর্ন বয়স্ক কোনো সাপের খোঁজ এদিন পায়নি উদ্ধারকারী দলের সদস্যরা। এতে আশংকা আরো বেড়েছে বলে এলাকার মানুষ জানিয়েছে। তাঁরা জানিয়েছেন, এতগুলো সাপের বাচ্চা যখন একটা জায়গা থেকে পাওয়া গেল তখন বড় সাপ না থাকা কোনো অসম্ভব ব্যাপার নয়। এখন বর্ষাকাল, তাই সকলকেই খুব সাবধানে চলাফেরা করতে হবে। 
See also  ট্রেনের ইঞ্জিনে আটকে গেলো রেল কর্মীর হাত! ঘণ্টা খানেকের চেষ্টায় উদ্ধার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---