---Advertisement---

বর্ধমান হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন, আগুনে মৃত্যু এক বৃদ্ধার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শনিবার ভোর রাতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লাগে। আগুনে একজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃতার নাম সন্ধ্যা মণ্ডল(৬০)। বাড়ি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামে। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ হাসপাতালের রাধারাণী ওয়ার্ডে যেটিকে বর্তমানে কোভিড ওয়ার্ড করা হয়েছে সেখানেই ৬নম্বর ব্লকে আগুন লাগে। এখানে ভর্তি ছিলেন সন্ধ্যা মন্ডল ছাড়াও আরো তিনজন রোগী।

বিজ্ঞাপন

হাসপাতালের কোভিড ওয়ার্ডের অন্য রোগীর আত্মীয়রা দাবী করেন, আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীরা ঘুমিয়ে ছিল। আগুন লাগার খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন হাসপাতালে আসে। যদিও তার আগে হাসপাতালের কর্মীরাই আগুন নিভিয়ে ফেলে। জানা গেছে, একজন কোভিড রুগীর আত্মীয়ই প্রথম রাধারানী ওয়ার্ডে আগুন দেখতে পান। তিনি ডাকাডাকি করে সকলকে ঘুম থেকে তোলেন। ইতিমধ্যে আগুন লাগার ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

See also  এবার করোনা মোকাবিলায় হোম যজ্ঞের আয়োজন গ্রামবাসীদের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---