---Advertisement---

ভোটের প্রশিক্ষণ না নেওয়ায় প্রায় ১৫০০ ভোট কর্মীকে শোকজ পূর্ব বর্ধমান জেলায়

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আসন্ন বিধানসভা নির্বাচনে নির্বাচন পরিচালনা কাজে ডাক পাওয়া পূর্ব বর্ধমান জেলার প্রায় ১৫০০ কর্মীকে শোকজ নোটিশ পাঠিয়েছে জেলা প্রশাসন। এঁরা ভোটের নির্দিষ্ট প্রশিক্ষণ নিতে আসেননি বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন বিধানসভা ভোটে মোট ৫ হাজার ৬৪১টি বুথ থাকছে। প্রতি বুথেই থাকছে ইভিএমের পাশাপাশি ভিভি প্যাট মেশিনও। গোটা জেলায় মোট ৪০ হাজার কর্মীকে ভোটের প্রয়োজনে প্রশিক্ষণে ডাকা হয়েছিল। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এর মধ্যে ২৭ হাজার ভোটকর্মীকে কাজে লাগানো হবে। বাকিরা থাকবেন অতিরিক্ত তালিকায়। উল্লেখ্য, এবার পূর্ব বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা ৪০ লক্ষ ৩৫ হাজার ৪১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২০ লক্ষ ৪৭ হাজার ৯২৪জন এবং মহিলা ভোটার রয়েছেন ১৯ লক্ষ ৮৭ হাজার ৪০৯জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫ জন। 

পূর্ব বর্ধমানের জেলাশাসক মহম্মদ এনাউর রহমান জানিয়েছেন, এবার ভোট কর্মীদের অংশগ্রহণ যথেষ্টই ভাল এই জেলায়। প্রায় ৯৫ শতাংশ ভোট কর্মীই নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ৫ শতাংশ কর্মী প্রশিক্ষণে আসতে পারেননি। এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১৫০০ ভোট কর্মীকে শোকজ করা হয়েছে। তাদের কাছ থেকে যথাযোগ্য উত্তর পাওয়ার পরই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলাশাসক জানিয়েছেন।
                           ছবি – ইন্টারনেট

See also  ফের লোকাল ট্রেন বন্ধ, সংকটের মুখে হকাররা, জিনিসপত্রের দাম বাড়ার আশংকা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---