---Advertisement---

৮০উর্দ্ধ ভোটারদেরকেও ভোট দিতে আসতে হচ্ছে বুথে, অভিযোগ খণ্ডঘোষে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষ: নির্বাচন কমিশনের নিয়ম

বিজ্ঞাপন
অনুযায়ী যাদের বয়স আশি বা তার উর্দ্ধে তারা বুথে আসবেন না। তাদের বাড়িতে গিয়ে ভোট নেবে ভোটকর্মীরা। কিন্তু পূর্ব বর্ধমানে খণ্ডঘোষ বিধানসভার গলসির গোহগ্রামে উল্টো চিত্র দেখা গেল। অভিযোগ এই এলাকায় বাড়িতে কেউ ভোট নিতে যায়নি। 
ফলে ভোটকর্মীরা বাড়ি বাড়ি ভোট নিতে না নেওয়ায় বাধ্য হয়েই বয়স্ক ভোটাররা সশরীরে বুথে গিয়ে ভোট দিচ্ছেন। গোহগ্রামের ৯৯  ও ১০০ নম্বর বুথের বেশ কয়েকজন বয়স্ক ভোটাররা এদিন এই অভিযোগ করেন। অনেকে আবার অসুস্থতার কারণে বুথে যেতে পারেননি। এই বিষয়ে টেলিফোনে জেলাশাসক প্রিংঙ্কা সিংলাকে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে। 
See also  ফের ভেঙে পড়ল বর্ধমান রেল স্টেশনের সামনের অংশ, তীব্র উত্তেজনা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---