ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: টানা বৃষ্টিতে রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। এরই মধ্যে ঝাড়খণ্ডের একাধিক বাঁধ থেকে জল ছাড়ার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও ডিভিসি (DVC) দফায় দফায় জল ছাড়ছে। ফলে পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায় ফের বড়সড় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই নিম্ন দামোদরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের দামোদর নদীতীরবর্তী গ্রামগুলির বাসিন্দাদের এখন বন্যার আশঙ্কায় রাত কাটছে। প্রসঙ্গত, গত বছর ডিভিসির জল ছাড়ার ফলে পূর্ব বর্ধমানের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল বহু পরিবার ও কৃষিজমি। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবছর আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে তৎপর হয়েছে প্রশাসন।


এই প্রেক্ষিতে বুধবার ঝুঁকিপূর্ণ এলাকাগুলি খতিয়ে দেখতে পূর্ব বর্ধমানে যান রাজ্য সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। উপস্থিত ছিলেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি (কনজিউমার অ্যাফেয়ার্স) আইএএস নীলম মিনা, ডিরেক্টর ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে বিভু গোয়েল (আইএএস), পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক (এডিএম) এলআর বিশ্বরঞ্জন মুখার্জি, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জামালপুরের বিডিও পার্থসারথি দে সহ অন্যান্য আধিকারিকরা।
এই পরিদর্শনের সময় নদীর জলস্তর, ভাঙনপ্রবণ অঞ্চল, বাঁধ ও আশপাশের গ্রামগুলোর অবস্থা খতিয়ে দেখা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সব প্রস্তুতি রাখা হচ্ছে। প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া, ত্রাণ শিবির খোলা এবং জরুরি পরিষেবার ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনাকে মাথায় রেখে কোনও ঝুঁকি না নিয়ে আগেভাগেই সমস্ত ব্যবস্থা নিতে তৎপর প্রশাসন, এমনটাই বার্তা দিয়েছেন জেলা ও রাজ্য প্রশাসনের আধিকারিকরা। এ বিষয়ে এডিএম এলআর বিশ্বরঞ্জন মুখার্জি বলেন, ‘আজ প্রিন্সিপ্যাল সেক্রেটারি এসেছিলেন। হঠাৎ করে যদি ডিভিসি জল ছাড়ে সেক্ষেত্রে এই নিম্ন দামোদর এলাকায় কি পরিস্থিতি হতে পারে তা খতিয়ে দেখতে। পাশাপাশ আগাম কি কি সতর্কমূলক ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে। তিনি বলেন ওনারা দেখে গিয়ে রাজ্যে রিপোর্ট করবেন।’ প্রসঙ্গত প্রাক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জামালপুরে দফায় দফায় ডিএম, এডিএম, এসডিও সদর দক্ষিণ আসছেন। জেলা শাসক আয়েশা রানী এ. জানিয়ে দিয়েছেন, ‘ বন্যা পরিস্থিতি তৈরি হলে সমস্ত দপ্তর সহ জেলা এবং ব্লক প্রশাসন কে সম্পূর্ণ ভাবে মোকাবিলার জন্য তৈরি রাখা হয়েছে।’









