---Advertisement---

ভরা দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু মামা ভাগ্নের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: ভরা দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল মামা ও ভাগ্নের। মামার এক বন্ধুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাল্লা ৮ নম্বর ঘাট এলাকায়।

বিজ্ঞাপন

জানা গেছে শনিবার দুপুর দেড়টা নাগাদ ২৪ বছরের যুবক মানিক বারুই তার বন্ধু রনি বিশ্বাস এবং বছর বারোর ভাগ্না রাজ মন্ডলকে নিয়ে দামোদর নদে স্নান করতে নামে। নদীর জল বেড়ে যাওয়ায় স্রোতের মধ্যে পরে হঠাৎই তিনজনই তলিয়ে যেতে থাকে। এরপরই প্রশাসন এবং স্থানীয়দের চেষ্টায় রনি বিশ্বাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

দ্রুত নিখোঁজদের খুঁজতে নৌকা করে উদ্ধার কাজে নেমে পড়েন জামালপুর থানার ওসি নিজেই। এছাড়াও সঙ্গে ছিলেন সিআই এবং আঝাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অবশেষে রাজ মন্ডল এবং মানিক বারুই এর মৃতদেহ উদ্ধার হয়েছে নদ থেকে। এই ঘটনায় এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে।

See also  মুখ্যমন্ত্রী জেলায় ত্রাণ পাঠালেও কতিপয় আমলার আচরণে ক্ষোভে ফুঁসছেন জনপ্রতিনিধিরা, পদত্যাগের হিড়িক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---