কুনাল চট্টোপাধ্যায়, জামালপুর, পূর্ব বর্ধমান: সম্প্রতি দামোদর নদ থেকে পাওয়া গিয়েছিল ইলিশ মাছ। যাকে কেন্দ্র করে উৎসাহিত হয়েছিল স্থানীয় মানুষেরা। এবার আর ইলিশ নয়, মৎস্যজীবীদের জালে উঠে এলো জ্যান্ত ডলফিন। বৃহস্পতিবার সকালে যা দেখতে রীতিমত ভিড় জমে গেলো স্থানীয় মানুষের।

পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুর এলাকায় দামোদর নদের ঘটনা। প্রতিদিনের মতো এদিনও নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন ছেলেরা। আর সেই মাছ ধরার জালেই আটকে পড়ে একটি ডলফিন। খবর পেয়ে বন দফতর ও মৎস্য দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর ডলফিনটিকে আবার দামোদর নদে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত গঙ্গায় বা সমুদ্রে সচরাচর দেখা যায় ডলফিনদের। কিন্তু দামোদর নদে ডলফিনের দেখা পাওয়া যায় না। সম্প্রতি টানা বৃষ্টিতে এবং জলাধার থেকে লাগাতার জল ছাড়ার কারণে দামোদরের জল প্রচুর বেড়েছে। প্রত্যক্ষদর্শী দের অনুমান দিকভ্রান্ত হয়ে ডলফিন টি নদীতে চলে এসেছে। যদিও হঠাৎ এলাকায় ডলফিন দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষেরা।









