---Advertisement---

গভীর রাতে বালি খাদানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটের চেষ্টা, আতঙ্ক

Souris Dey

Published

সৌরীশ দে,খন্ডঘোষ: বর্ষার সময় নদনদী থেকে বালি তোলা বন্ধ রয়েছে। পরিবর্তে মজুদ বালি বিক্রি করছে বৈধ বালি ঘাট মালিকেরা। রাতের দিকে মজুদ বালি নিতে বিভিন্ন প্রান্ত থেকে লরি, ডাম্পার ভিড় করছে সেই সমস্ত ঘাটে। কিন্তু রবিবার গভীর রাতের একটি ঘটনায় পূর্ব বর্ধমানের খন্ডঘোষ এলাকায় বিভিন্ন বালিঘাটে কর্মরত কর্মীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।    কিন্তু কি ঘটেছিলো গতকাল?

বিজ্ঞাপন

খন্ডঘোষের রূপসা আর কুমিরখোলা এলাকার মাঝে দামোদর নদের ধারে রয়েছে মাঝেরঘাট নামে একটি বালি খাদান। অভিযোগ, গতকাল রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ আচমকাই ৭/৮ জনের একটি দুষ্কৃতী দল ঘাটের অফিসে এসে দরজা খোলার জন্য চিৎকার করতে থাকে। ম্যানেজার দরজা না খোলায় ঘরের একটি জানলা দিয়ে দুষ্কৃতীরা বন্দুক ঢুকিয়ে রীতিমত হুমকি দেয়। ভয়ে আতঙ্কে ম্যানেজার খাটের নিচে ঢুকে সেখান থেকে অন্যদের ফোন করে দ্রুত আসতে বলেন। এরপরই বেগতিক বুঝে দুষ্কৃতীদের কয়েকজন ঘরের পিছন দিক দিয়ে আর বাকিরা সামনের রাস্তা দিয়ে ছুটে পালিয়ে যায়। যাবার সময় একটি মোটরসাইকেল বালি ঘাটের অফিসের সামনেই ফেলে চলে যায়।

এই ঘটনার কিচ্ছুক্ষণের মধ্যে আশপাশে থাকা কর্মীরা ছুটে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ কে খবর দেওয়া হয়। সোমবার সকালে খন্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। বালি ঘাট কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত জানিয়ে অভিযোগ করা হয়েছে থানায়। দুষ্কৃতীরা যে বাইক টি ফেলে গিয়েছিল সেটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বাইকের সূত্রে ধরেই তদন্তে এগোতে চাইছে পুলিশ।

বালি ঘাট মালিক গৌতম পাল জানিয়েছেন, ‘খন্ডঘোষ এলাকায় এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি। স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমরা সার্বিকভাবে পুলিশের কাছে নিরাপত্তার বিষয়ে জানিয়েছি। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছি।’ অন্যদিকে বালি ঘাটের প্রবীণ ইজারাদার যোগেন্দ্র বর্মন এই ঘটনায় রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কোনোদিন খন্ডঘোষ এলাকায় বালি ঘাটে কোনরকম দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেনি। এখন বালি ঘাটও বন্ধ। এই সময় হঠাৎ করে কিভাবে এবং কেনো বন্দুকবাজ দুষ্কৃতীরা গভীর রাতে ঘাটের অফিসে হামলা চালাতে এলো সেটা চিন্তার বিষয়। এলাকার নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটে গেলে সেটা খুবই দুঃখজনক হবে। আমরা পুলিশ প্রশাসনের কাছে এলাকার নিরাপত্তা আরো জোরদার করার বিষয়ে আবেদন জানাবো। একইসাথে এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাবো। ‘

See also  অভিনব উদ্যোগ, উৎসবের মেজাজে প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---