---Advertisement---

আঝাপুরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, অল্পের জন্য প্রাণে রক্ষা চালকের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: কলকাতা থেকে ভাগলপুর যাওয়ার পথে জৌগ্রাম এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এক অ্যাম্বুলেন্স চালক। একই সময়ে আরও বড় দুর্ঘটনা থেকেও রক্ষা পেয়েছে দুর্গাপুর মুখি ও কলকাতাগামী অন্যান্য যানবাহন। দুর্ঘটনার কবলে পড়ার সাথে সাথেই অ্যাম্বুলেন্স টির চালক গাড়ি থেকে ঝাঁপ মেরে দেওয়ায় প্রাণে বেঁচে গেছেন বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। সেইসময় জাতীয় সড়কের দুই দিকের রাস্তা দিয়েই একাধিক যান বাহন যাতায়াত করছিল।

বিজ্ঞাপন

জানা গেছে, কলকাতা থেকে ভাগলপুর যাওয়ার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর একটি ডাম্পার অ্যাম্বুলেন্স টিকে ধাক্কা মারলে অ্যাম্বুলেন্স চালক চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অ্যাম্বুলেন্স চালক সুমন কুমার জানিয়েছেন, বিপদ আসন্ন বুঝতে পেরেই গাড়ি থেকে ঝাঁপ মেরে দেন তিনি। এরপর গাড়িটি চালক বিহীন অবস্থায় প্রায় হাফ কিলোমিটার রাস্তা দু’চাকার উপর একদিক হেলে চলন্ত অবস্থায় যাওয়ার পর দুর্গাপুরের দিক যাওয়ার লেন ছেড়ে পাশের কলকাতা মুখী লেনের উঠে থেমে যায়।

অ্যাম্বুলেন্স টির সামনের অংশ ভেঙে দুমড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন আঝাপুর ফারির ওসি ও আঝাপুর ট্রাফিক ওসি। দুর্ঘটনার পর জাতীয় সড়কে সাময়িক থমকে যায় যান চলাচল। তবে পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্বাভাবিক হয় যান চলাচল।

See also  ভাতারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে গেল, মৃত এক, আহত বহু
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---