---Advertisement---

মেমারিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেপ্তার দুই ব্যবসায়ী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: কালীপুজোর আগেই রবিবার রাতে মেমারি থানা পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে রসুলপুর দক্ষিণ বাজার ও মালঞ্চ মধুরানগরের দুটি দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি ও চকলেট বাজি বাজেয়াপ্ত করেছ। অভিযানে দুই দোকানদারকেও গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ধৃতরা হলো মিঠুন শেখদার (৪১), রসুলপুর দক্ষিণ বাজার ও সুনীল মণ্ডল (৪৯), মালঞ্চ মধুরানগরের বাসিন্দা। দুজনকেই থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।

পরবর্তীতে ধৃতদের হেফাজতে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। জানা গেছে, বাজেয়াপ্ত হওয়া বাজিগুলির মধ্যে ছিল, “৪০ প্যাকেট ‘বুড়িমা’ চকলেট, ৫০ প্যাকেট কালীপটকা, ৬টি স্কাই শট বোম, ৬টি ডাবল বাবল স্কাই শট বোম, ৬টি ক্যান্ডি ল্যান্ড স্কাই শট বোম, ৩টি মেলোডি মনস্টার্স স্কাই শট বোম ও ৬০০টি চকলেট ‘গিটে’ বোম।

See also  গলসিতে নদী থেকে চুরি করা বালি দিয়ে সরকারি রাস্তা তৈরির অভিযোগ, নির্বিকার পুলিশ ও ভূমি দপ্তর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---