---Advertisement---

বর্ধমানে গোখরো সাপ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বুধবার সকালে বর্ধমানের সরাইটিকর এলাকায় একটি হোটেলের পিছন থেকে বিশালাকার একটি গোখরো সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বনদপ্তরে খবর দেওয়া হলে কর্মীরা এসে গোখরোটিকে উদ্ধার করে। 

বিজ্ঞাপন

হোটেল কর্মীরা জানিয়েছেন, এদিন সকালে সরাইটিকর মোড়ের একটি হোটেলের পিছনের একটি ড্রেনে হিস হিস আওয়াজ শুনে হোটেলের কর্মীরা দেখেন বিশাল মাপের একটি গোখরো সাপ রয়েছে ড্রেনে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এসে একটি বিশালাকার গোখরো সাপ ধরেন। হোটেল কর্মীদের দাবী ওই ড্রেনে আরও একটি গোখরো সাপ রয়েছে। কিন্তু বনকর্মীরা তা দেখতে না পাওয়ায় চলে যান। 

এরই পাশাপাশি এদিন কাঁটাপুকুর, গিমটি ফটক এলাকাতে একটি বাড়িতে চিতি সাপ দেখতে পাওয়া যাওয়ায় বনদপ্তরকে খবর দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌছেও সাপের দেখা না পেয়ে ফিরে আসেন।
See also  সরকারি নির্দেশকে তোয়াক্কা না করে গলসিতে অবৈধভাবে চলছে দামদরের বালি চুরি, অভিযানে প্রশাসন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---