---Advertisement---

ভাতারে গ্যাস ট্যাঙ্কার লরি সংঘর্ষ, আহত লরি চালক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকায় মহাচান্দা পাওয়ার হাউসের কাছে একটি গ্যাসের ট্যাংকারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে উত্তেজনা ছড়াল রবিবার। এই দুর্ঘটনায় লরির চালক  আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাসের ট্যাংকারটি বর্ধমানের দিক থেকে ভাতারের দিকে যাচ্ছিল। অপরদিকে লরিটি ভাতারের দিক থেকে হলদি দেপাড়ার দিকে যাচ্ছিল। মহাচান্দা পাওয়ার হাউস এর কাছে রাস্তার একটি বাঁক ঘোরার সময় গ্যাসের ট্যাংকারটি সজোরে ধাক্কা মারে লারটিকে। লরিটি নয়নজলিতে গিয়ে উল্টে যায়। লরি চালক আহত হন।

 খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ। কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। দুটি ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। গ্যাসের ট্যাংকার এর চালক পলাতক।

See also  রিক্সা চালিয়ে কলকাতা থেকে সিয়াচিনে পথে কলকাতার রিকশাওয়ালা সত্যেন, উদ্দেশ্য প্রকৃতি নিয়ে মানুষকে সচেতন করা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---