---Advertisement---

বর্ধমানে বাড়ি লাগোয়া চৌবাচ্চা থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের ২৩নং ওয়ার্ডের অন্জির বাগান এলাকায় নিজের বাড়ির কাছ একটি চৌবাচ্চা থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম পবন সাউ (৩০)। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 
মৃতের আত্মীয়া পুনম সাউ জানিয়েছেন, পবন সাউ স্থানীয় চটের গুদামে কাজ করতেন। প্রচুর মদ খেতেন। বাড়িতে সংসার চালানোর জন্য কোনো অর্থও দিতেন না বলে তাঁর স্ত্রী নিজেই কাজ করে সংসার চালাতেন। তিনি জানিয়েছেন, প্রতিদিনের মতই বুধবার রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করে সকলেই। 
এরপর বৃহস্পতিবার সকালে খবর মেলে বাড়ির অদূরে একটি চৌবাচ্চায় পবন সাউয়ের মৃতদেহ ভাসছে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। 
See also  অবৈধ গ্যাস কারবারের হদিস মন্তেশ্বরে, গ্রেফতার এক, আটক সিলিন্ডার সহ মেশিন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---