---Advertisement---

বাংলা সিনেমা জগতে আবার নক্ষত্র পতন, চলে গেলেন ফকির দাস কুমার

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: তাপস পালের পর এবার বাংলা চলচ্চিত্র জগত থেকে নিরবে বিদায় নিলেন সবার প্রিয় অভিনেতা ফকির দাস কুমার। প্রায় ১৪০ টি ছবিতে অভিনয় করেছেন ফকির দাস কুমার। খোদ বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের সঙ্গেই ১৪ টি ছবিতে অভিনয় করেছেন ফকিরদা। কমেডি চরিত্রে তাঁর অভিনয় দর্শক মনে আজও দাগ কাটে। অভিনয় করেছেন সদ্য প্রয়াত তাপস পালের সঙ্গেও। 
উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে, মৌচাক, জয়জয়ন্তী, বিকালে ভোরের ফুল, রাতের রজনীগন্ধা, কায়াহীনের কাহিনী, দুই পুরুষ প্রভৃতি। পুর্ব বর্ধমানের মেমারী সেনগ্রামের বাসিন্দা ফকিরদার মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। 
মৃত্যুকালে রেখে গেলেন তাঁর তিন পুত্র, দুই কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য গুনমুগ্ধদের। ফকিরদার এক ছেলে দেবাশীষ দাস কুমার জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তিনি বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
See also  পূর্ব বর্ধমানে বেআইনি বালি খননের পিল খারিজ করে দিলো কলকাতা হাই কোর্ট
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---