---Advertisement---

বর্ধমান শহরকে যানজট মুক্ত করতে পুলিশের অভিযান

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান শহরকে যানজট মুক্ত করতে জেলা ট্রাফিক পুলিশ এবং বর্ধমান থানার উদ্যোগে শুরু হল ব্যাপক অভিযান। বৃহস্পতিবারও শহরের বিসিরোড, কার্জন গেট, হকার্স মার্কেট প্রভৃতি এলাকায় রাস্তার ধারে নো পার্কিং জোনে গাড়ি রাখায় বেশ কিছু গাড়িকে বাজেয়াপ্ত করা হল।

বিজ্ঞাপন

 এদিন জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান লাগাতার চলবে।এদিন হকার্স মার্কেটের ব্যবসায়ী লক্ষ্মণ বৈরাগ্য, সুশীল দত্ত প্রমুখরা জানিয়েছেন, তাঁরা বারবার গাড়ি পার্কিং করতে নিষেধ করলেও কেউ শোনেন না। উল্টে নানা ধরণের মন্তব্য করেন। পুলিশের এই ভূমিকায় তাঁরা খুশী। শুধু তাইই নয়, এদিন দোকানদাররা জানিয়েছেন, বহু মানুষ এভাবেই সকালে গাড়ি পার্কিং করে সারাদিন অন্য কাজ করেন। সন্ধ‌্যেবেলায় এসে গাড়ি নিয়ে যান। 

একটা অলিখিত পার্কিং জোনে পরিণত হয়েছিল বিসিরোড, হকার্স মার্কেটের সামনে। জেলা পুলিশের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, যে সমস্ত টোটোতে লুকিং গ্লাস নেই সেগুলিকে বাজেয়াপ্ত করা হচ্ছে। একইসঙ্গে হেলমেটহীন কিংবা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
See also  বর্ধমান শহরে স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতির ১১দিনের মাথায় গ্রেপ্তার ১
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---