---Advertisement---

সাতসকালে মেমারিতে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির, আহত আরো দুই মহিলা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: শুক্রবার সাত সকালেই মেমারিতে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন আরো দুজন মহিলা। মৃত ব্যক্তির নাম শেখ আব্দুল ওহিদ, বয়স ৫৮ বছর। দুর্ঘটনাটি ঘটেছে মেমারি থানার বাগিলা গ্রাম পঞ্চায়েতের বহরমপুর এলাকার। আহত ব্যক্তিরা হলেন উত্তরা ক্ষেত্রপাল ও জ্যোৎস্না ক্ষেত্রপাল। উত্তরা ক্ষেত্রপাল কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং জ্যোৎস্না ক্ষেত্রপাল মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মৃতের ভাগ্নে শেখ হাসিবুর রহমান জানিয়েছেন, এদিন সকালে জমিতে চাষের কাজ দেখার জন্য দুজন মহিলা শ্রমিক কে সঙ্গে নিয়ে মামা মাঠের দিকে গিয়েছিলেন। আকাশ কালো হয়েছিল। মাঝপথে অঝোরে বৃষ্টি ও তার সঙ্গে মুহুর্মুহু বাজ পরতে শুরু করে। সেই সময় মাঠের ধারে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তিনজনেই। আচমকা সেখানেই বজ্রপাত হয়। তিনজনই গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হসপিটালে নিয়ে আসার পর চিকিৎসক শেখ আব্দুল ওহিদ কে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

See also  ডিভিসি-র নিকাশি নালার মাঝেই গার্ডওয়াল তৈরির অভিযোগ, অভিযোগের তির স্থানীয় শাসকদলের দিকেই
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---