---Advertisement---

গরুর লেজ ধরে দামোদর পেরোনোর সময় তলিয়ে গেলেন বৃদ্ধ, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: গোরুর লেজ ধরে দামোদর নদ পেরোতে গিয়ে জলের তোরে ভেসে গেলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ ভয়াবহ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের গলসি থানার সোঁদা গ্রামে। জানা গেছে নিখোঁজ ব্যক্তির নাম সখা রুইদাস (৬০)। তিনি দামোদর তীরবর্তী সোঁদা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

জানা গেছে, গলসির শিকারপুরের কাছে দামোদর নদের মাঝে রয়েছে একটি চর। বহু বছর আগে সেখানে মাঝের মানা নামে একটি গ্রাম গড়ে উঠেছে। ফলে এখানে নদের জল গ্রামের উত্তর ও দক্ষিণ দিক দিয়ে বয়ে যায়। গ্রামের মানুষ বাজার হাট করার জন্য নদের উত্তর দিকের অংশ পেরিয়ে শিকারপুর আসা যাওয়া করেন সারা বছর।

গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় দামোদরে জল বেড়ে গিয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই এই চরের বসবাসকারীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছিল প্রশাসন। স্থানীয় বাসিন্দা সুকুমার চট্টোপাধ্যায়, রকি মল্লিক, সাগর সেখ’রা বলেন, এদিন সাড়ে দশটা নাগাদ সখা রুইদাস দুটি গোরু নিয়ে মাঝের মানাতে চড়াতে যাচ্ছিলেন। নদের উত্তর দিকে গোরু দুটি কে জলে নামিয়ে লেজ ধরে নদী পার হবার চেষ্টা করছিলেন।

সেইসময়ই আচমকা গরুর লেজ থেকে হাত ছেড়ে যায় সখা রুইদাসের। স্থানীয়রা জানিয়েছেন, এরপরই জলে তলিয়ে যায় ওই ব্যক্তি। গলসি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া বিপর্যয় মোকাবিলা দপ্তরে। শুরু হয় খোঁজাখুঁজি। এদিন বিকেল পর্যন্ত নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় এলাকায় আতংকের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে।

See also  বর্ধমান রেলস্টেশনে বৃহন্নলাদের সঙ্গে আরপিএফ এর হাতাহাতি, দুই মহিলা সহ পাঁচজন আরপিএফ কর্মী আহত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---