---Advertisement---

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দুজনের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মাঠে গরু আনতে গিয়ে পৃথক দুটি ঘটনায় বাজ পড়ে মৃত্যু হল দুজনের। একজনের নাম রায়মণি সোরেন, বাড়ি কালনার মুর্শিদপুর এলাকায়। অপরজনের নাম প্রভাত ঘোষ বাড়ি কালনার বড়ধামাস পঞ্চায়েতের দমদমা গ্রামে। 

বিজ্ঞাপন
কালনা মহুকুমা হাসপাতালে দাঁড়িয়ে মৃতদের আত্মীয় প্রতিমা সরেন ও সুমন ঘোষ জানিয়েছেন, এদিন সন্ধ্যায় দুজনই বৃষ্টি আসছে দেখে মাঠে গরু আনতে গিয়েছিলেন। সেই সময় খুব মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তখনই বাজ পরে দু জনে গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে এলে বেশ কিছুক্ষণ চিকিত্সা চলার পর দুজনই মারা যান। 

ঘটনা দুটি পৃথক জায়গায় অর্থাৎ পাশাপাশি দুটো গ্রামে  ঘটলেও আকস্মিক এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্যে কালনা হসপিটালের মর্গে পাঠিয়েছে কালনা থানার পুলিশ।
See also  শক্তিগড়ে প্রথমবার দুদিন ব্যাপী ল্যাংচা মেলার উদ্যোগ, আশার আলো দেখছেন ব্যবসায়ীরা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---