---Advertisement---

বৃদ্ধ দম্পতির ওপর প্রাণঘাতী হামলা জামালপুরে, মৃত বৃদ্ধা, বীরভূম ও জামালপুর থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: বৃদ্ধ দম্পতির ওপর প্রাণঘাতী হামলা চালানোর ঘটনায় বৃহস্পতিবার সাত সকালে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুর থানার আবুজহাটি এলাকায়। আশঙ্কাজনক ও রক্তাক্ত অবস্থায় স্থানীয় ও পুলিশের সহায়তায় বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে জামালপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে বৃদ্ধা মিরা সরকার, বয়স আনুমানিক ৭২ বছর কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতার স্বামী নীলাদ্রি সরকারকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে এদিন। পুলিশ দ্রুত ঘটনার তদন্ত শুরু করে মাত্র ৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ পরিকল্পনা করে মারা চেষ্টা করা হয়েছিল ওই বৃদ্ধ দম্পতিকে, স্বামীকে মারতে না পারলেও স্ত্রী মিরা সরকারকে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকা জুড়ে, ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশের আধিকারিকরা। ঘটনার পর মৃতার স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে জামালপুর থানায় একটি খুনের মামলা রুজু করা হয়। এসডিপিও সদর সাউথ-এর নেতৃত্বে, জামালপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে।

প্রাপ্ত টেকনিক্যাল ইনপুট ও স্থানীয় সূত্রের ভিত্তিতে, ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই পুলিশের একটি দল বীরভূম জেলার মল্লারপুর থানা এলাকা থেকে একজন অভিযুক্তকে এবং অপর একটি দল জামালপুর থানা এলাকা থেকেই আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় দুই অভিযুক্তই তাদের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে নেয় বলে পুলিশ জানিয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার অভিযুক্তদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে পরিবার ও স্থানীয় বাসিন্দারা চাইছেন, এই ঘটনার সঠিক তদন্ত হোক, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন।

See also  অবাক কাণ্ড বর্ধমানের গ্রামে! কোনো প্রার্থীই নেই বুথে, ভোট হচ্ছে না গ্রাম পঞ্চায়েতের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---