ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: পথ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যু হলো এক বাইক আরোহীর।মঙ্গলবার আনুমানিক বিকাল ৪ টে নাগাদ মেমারি থানার অন্তর্গত মেমারি কালনা রোডে হরিরামপুর সুকুতের বাগানের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম অরূপ সরকার ওরফে কালু, বয়স আনুমানিক ৩৪ বছর। বাড়ি নন্দিয়ারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত অরূপ সরকার মেমারি থেকে বাড়ি ফিরছিলো, অন্যদিক থেকে একটি ছোট হাতির গাড়ি আসছিল। মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্ত্যবরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ছোট হাতি গাড়িটির ড্রাইভার পলাতক। পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির ধানকাটা মেশিন ও ট্রাক্টরের ব্যবসা ছিল। মেশিন খারাপ হওয়ায় তার যন্ত্র কিনতে মেমারি গিয়েছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনার মুখোমুখি হন তিনি।
ছবি – ইন্টারনেট









