---Advertisement---

সিসি ক্যামেরার তার কেটে একই রাতে একাধিক দোকানে ভয়াবহ চুরি, ব্যাংক লুটের চেষ্টা, তদন্ত মেমারী পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: রাতের অন্ধকারে পরপর বেশ কয়েকটি দোকানে চুরি পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের নিমো ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রসুলপুর বৈদ্যডাঙ্গা এলাকায়। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পিছন দিকের জানলা ভেঙে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা। এছাড়াও একই রাতে ওই এলাকার কয়েকটি জামা কাপড়ের দোকান, চালের দোকান, গ্যাসের দোকান সহ বেশ কয়েকটি দোকানে শাটার এবং তালা ভেঙে চুরি হয়ে যায়। জানা গেছে, নগদ টাকা, সোনার গয়না এবং বিরিয়ানি তৈরির পাঁচ বস্তা চাল ও শাড়ি নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা।

বিজ্ঞাপন

একটি চালের দোকানের সাটার ভেঙে এক লক্ষ সত্তর হাজার টাকা, সোনার দোকানের শাটার ভেঙে ৫০ থেকে ৫৫ গ্রাম সোনার গয়না সহ গ্যাসের দোকানের সাটার ভেঙে নগদ পঁচিশ হাজার টাকা খোয়া যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে দুষ্কৃতীরা চুরির আগে এলাকায় সিসি ক্যামেরার তার কেটে দেয়। ডিভিআর মেসিন চুরি করে নিয়ে যায়। ফলে পুলিশের প্রাথমিক তদন্ত বিঘ্নিত হয়। যদিও এলাকার অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।

See also  বর্ধমানে ক্লাবের অভিনব উদ্যোগ, কোয়ারেন্টাইন সেন্টারে চারবেলা পৌঁছে দিচ্ছে খাবার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---