---Advertisement---

গুড়াপে ভয়াবহ দুর্ঘটনায় বর্ধমানের দম্পতি সহ চালকের মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ভয়াবহ পথ দূর্ঘটনায় মৃত্যু হল স্বামী স্ত্রী সহ তিনজনের। সোমবার রাতে জাতীয় সড়কের গুরাপে এই দূর্ঘটনা ঘটে। মৃতরা হলেন রণজিৎ মন্ডল(৬৪) এবং বিজলি মন্ডল(৫৯)। তাদের বাড়ি বর্ধমান শহরের আনন্দপল্লীতে। মারা গেছেন গাড়ির ড্রাইভার বেচু ঘোষ(৩৪)। তার বাড়ি বর্ধমানের বৈকুন্ঠপুরের ঘোষপাড়ায়।

বিজ্ঞাপন

জানা গেছে, রাতে দমদম বিমানবন্দরে থেকে চারচাকা গাড়ি করে তারা বর্ধমান ফিরছিলেন। গুরাপে একটি ট্রাকের পিছনে তাদের গাড়িটি ধাক্কা মারে। এরপর পিছনে অপর একটি ট্রাক গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। দুটি ট্রাকের মাঝে চিঁড়েচ্যাপ্টা টা হয়ে যায় চার চাকা গাড়িটি। দীর্ঘ চেষ্টার পর মঙ্গলবার সকালে তাদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠান হয়।

See also  বর্ধমান ষ্টেশন পরিদর্শনে ডিআরএম
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---