---Advertisement---

বর্ধমানে ডিভিসি ক্যানালে স্নান করতে নেমে নিখোঁজ যুবক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: দামোদরের ক‌্যানালে স্নান করতে নেমে এক যুবক তলিয়ে গেলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম দিবাকর হালদার (৩৬)। ওই যুবকের বাড়ি কাঞ্চননগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনই স্থানীয় কয়েকজন যুবক কাঞ্চননগরের ডিভিসি ক্যানাল এলাকায় আড্ডা দিতে আসেন। সেখানে মদ, গাঁজার আসরও বসে। মঙ্গলবার বিকালে কয়েকজন যুবককে ওই এলাকায় দেখা যায়। তারই মধ্যে দিবাকর হালদার নামে ওই যুবক ক্যানালে নামে স্নান করতে। 

বিজ্ঞাপন
কিন্তু কিছুদূর পর্যন্ত এগোনার পরই তিনি নিখোঁজ হয়ে যান। এরপরই তাঁর সঙ্গীরা এলাকার মানুষকে খবর দেন। পাশাপাশি খবর দেওয়া হয় ডুবুরিকেও। সন্ধ্যা পর্যন্ত ডুবুরিরা সন্ধান চালিয়েও দিবাকর হালদারের কোনো খোঁজ পাননি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
See also  বর্ধমানে দুয়ারে দুয়ারে পৌঁছে তৃণমূল নেতারা মানুষকে বলছেন 'বিজেপি যা বলছে সব মিথ্যা'
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---