---Advertisement---

বর্ধমানে ২৬ হাজার শিশুকে পালস পোলিও টীকা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ন্যাশনাল ইমিউনেশন ডে উপলক্ষে বর্ধমান পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৩৫টি ওয়ার্ডের ৮৪হাজার বাড়িতে ২৬ হাজার শুন্য থেকে ৫বছর বয়সী শিশুদের পোলিও টিকা খাওনোর কর্মসূচি শুরু হল রবিবার। এই কর্মসূচি চলবে আগামী আরো তিনদিন।

বিজ্ঞাপন

 বর্ধমান পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রশাসক এম আর মল্লিক জানিয়েছেন, এবছর কোনো বুথ করে এই টিকাকরন কর্মসূচি হচ্ছে না। তিনি জানিয়েছেন গত বছর এই বুথের সংখ্যা ছিল ১২৭টি। তবে পথচলতি মানুষের সাথে তাদের শিশুদের পোলিও খাওয়ানোর জন্য শহরে মোট ৭টি ট্রানজিট পয়েন্ট তৈরি করা হয়েছে। কার্জন গেট চত্বরের ম্যান্ডেলা পার্কে, বীরহাটায়, রমনা বাগান, রেল স্টেশনের দুপারে এই ধরণের পয়েন্ট করা হয়েছে।

এদিন বিভিন্ন ট্রানজিট পোলিও বুথ পয়েন্টে শিশুদের পোলিও খাওনোর পর তাদের হাতে পৌরসভার কর্মীরা লজেন্স, খেলনা প্রভৃতি তুলে দেন। পৌরসভার এই উদ্যোগে খুশি পৌর নাগরিকবৃন্দ।
See also  জল জীবন মিশন প্রকল্পের কাজে নিযুক্ত ঠিকাদারদের ১০০কোটি বকেয়া, জেলায় জেলায় স্মারকলিপি প্রদান
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---