---Advertisement---

বর্ধমান দক্ষিণের প্রার্থীর সমর্থনে অনুব্রতের মিছিলে জনজোয়ার

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বুধবার বিকালে বর্ধমান শহরে বর্ণাঢ্য প্রচার মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রচার মিছিলের মূল আকর্ষণ ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বর্ধমানের টাউন হল থেকে রাজবাটি পর্যন্ত এদিন এই মিছিল করা হয়। আর এদিন এই মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল রীতিমত চোখের পড়ার মত।

 একদিকে ডিজেতে বেজেছে খেলা হবে, মমতাদি আর একবার। আর অন্যদিকে গানের তালে নেচে মিছিল এগিয়েছে রাজবাটি পর্যন্ত। তিরঙ্গা বেলুন, বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাসের কাটআউট নিয়ে এদিন কার্যতই বিজয়োল্লাসের মিছিল করেছে তৃণমূল।

See also  ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী!
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---