---Advertisement---

বর্ধমান শহরের ওষুধ ব্যবসায়ির উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান শহরের ওষুধ ব্যবসায়ির উপর হামলা করে টাকা সহ অন্যান্য সামগ্রী লুটের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম গণেশ মল্লিক ওরফে ভিকি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বাড়ি বর্ধমান শহরের সারখানা গলিতে। সোমবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়। 

বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শহরের বিসি রোডের কাঁটাপুকুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে এই তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তের হদিশ পায় পুলিশ। 
রবিবার গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় একটি বাড়ি থেকে গণেশ মল্লিক কে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। বর্ধমান ছাড়া একাধিক থানায় ওই ব্যক্তির নামে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
See also  ৬ বছর পেরিয়ে গেলেও রাজ্যে চালুই হল না জিএস ক্যাস সেল, আন্দোলনে এসএফআই
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---