ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: মেমারি থানার অন্তর্গত সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির অধীনে মণ্ডলগ্রামের কলাদিঘির পাড় এলাকায় সোমবার রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর বাড়ির মালিক আশীষ ঘোষ মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও ঘটনার ৩৬ঘন্টা পেরিয়ে গেলেও দুষ্কৃতীদের কাউকেই ধরতে পারেনি মেমারি থানার পুলিশ। মেমারি থানা সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের ধরতে ইতিমধ্যেই তদন্ত তল্লাশি শুরু হয়েছে।

আধ ঘন্টার এই দুঃসাহসিক ডাকাতির সময় বাড়ির মালিক আশীষ ঘোষ বাড়িতে ছিলেন না। আশীষ বাবু জানিয়েছেন, মণ্ডলগ্রামের ভরার পাড়ে তাদের দুধের ব্যবসা আছে। তিনি সেখানেই গিয়েছিলেন। ডাকাতির খবর পেয়ে বাড়িতে পৌঁছানোর আগেই দুস্কৃতিরা পালিয়ে যায়। পরে মেমারী থানায় খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।










