ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: কলকাতার লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার সেজে বাড়ি বাড়ি গিয়ে চেকিং এর নাম করে মোটা অংকের টাকার দাবী ও দাবী না মেটালে মিথ্যা কেস দেওয়ার ভয় দেখানোর অভিযোগে এক ভুয়ো অফিসার কে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ। ধৃতের নাম মানারুল সেখ ওরফে মনি বয়স আনুমানিক ৩৮ বছর। বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায়। বৃহস্পতিবার দুপুর ১২-৩০ নাগাদ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে বর্ধমান আদালতে পেশ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে গত বুধবার রাতে মেমারি থানার অন্তর্গত পালসিটের ভৈটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ধৃতকে। অভিযোগকারী ভৈটা নিবাসী কাকলি হেমরমের অভিযোগ, বুধবার বেলা আনুমানিক ১ টা নাগাদ তাঁর বাড়িতে এসে কলকাতার লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলে পরিচয় দিয়ে ঘরে ঢোকেন এক ব্যক্তি। বাড়িতে তল্লাশি করতে হবে বলেও জানায় সে। এরপর ১০ হাজার টাকা দাবী করে। না দিলে পরিবারের অন্য সদস্যদের নামে মিথ্যা কেস ও মারধোর করা হবে বলেও ভয় দেখায় বলে অভিযোগ করেছেন কাকলী দেবী।
অভিযোগকারী ভয়ে ১০০০ টাকা দিয়ে দেন। এমনকি একই পারার কালু দাস ও সুন্দর হেমরমের বাড়িতেও একই পদ্ধতি অবলম্বন করেন ওই ভুয়ো অফিসার। পরে পাড়ার লোকেদের সন্দেহ হওয়ায় ধৃত মানারুল সেখকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হয় এবং ধরে ফেলে। পাড়ার লোকেরা মারধোর করে। খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে আসে।









