---Advertisement---

রাত থেকে সকাল পর্যন্ত অভিযানে গলসিতে আটক ১২টি বালি বোঝাই ট্রাক্টর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: দিনের পর দিন পুলিশ ও প্রশাসন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে গলসি থানার গোহোগ্রাম পঞ্চায়েত এলাকায় দামোদর নদ থেকে বালি চুরি করে বিভিন্ন জায়গায় মজুদ করে রেখে বেআইনি ভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ ছিলোই। স্থানীয় কয়েকজন দুষ্কৃতী ও শাসক দলের প্রাক্তন এক পঞ্চায়েত সদস্যের মদতে এই কারবার চলছিল বলে বারবার অভিযোগ সামনে এসেছে। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে গেলেও সম্পূর্ণভাবে এই বালি চুরি বন্ধ করা যায়নি। মাঝে মধ্যেই বালি বোঝাই ট্রাক্টর ও লড়ি আটক করে জরিমানা করেছে পুলিশ, কিন্তু বালি মাফিয়াদের ‘ লোকেশন গ্যাং ‘ এর চক্করে বড়সড় সাফল্য পাচ্ছিল না গলসি থানার পুলিশ। এবার সেই জায়গায় অভিযান চালিয়ে ১২ টি বালি বোঝাই ট্রাক্টর আটক করেছে পুলিশ ও জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।

বিজ্ঞাপন

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত লাগাতার অভিযানে নামে গলসি থানার পুলিশ ও জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। রাতেই পুলিশের জালে ধরা পড়ে ৬ টি বেআইনি ভাবে বালি বোঝাই ট্রাক্টর। পরে ফের ভোরের দিকে যৌথ অভিযানে নামে জেলা ভূমি রাজস্ব দপ্তর ও পুলিশ। ফের আরো ৬ টি বালির ট্রাক্টর আটক করে তারা। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ৬টি ট্রাক্টর কে গলসি ব্লক ভূমি আধিকারিকের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। বাকি ট্রাক্টর গুলোরো আইন মোতাবেক জরিমানা করা হবে। যদিও অভিযান চলাকালীন ট্রাক্টরের চালকেরা পালিয়ে যাওয়ায় পুলিশ কাউকে ধরতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে, ট্রাক্টর গুলোর মালিকদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই গোহগ্রাম এলাকায় দামোদর নদ থেকে কিছু বালি মাফিয়া বালি চুরি করে পাচার করে চলেছে বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিল। অভিযোগ, গলসি ১ব্লক ভূমি রাজস্ব দপ্তরের কাছে এই বালি চুরির বিষয়ে বারবার জানানো সত্ত্বেও তাদের কোনো হেলদোল ছিলো না। নিয়মিত কোনো অভিযানও হতো না বলেই স্থানীয়দের একাংশের অভিযোগ। পুলিশ মাঝেমধ্যে এলাকায় অভিযান চালিয়ে কিছু ট্রাক্টর আটক করেছে, কিন্তু বেপরোয়া বালি চোরেরা তারপরেও বালি চুরি থামাতো না। ফলে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব লুট হয়ে যাচ্ছিল। গতকাল রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কুলগোর চটি, চান্না, গোহগ্রাম এলাকায় অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয় প্রশাসনের তরফে। আর তারপরই আটক হয়েছে ১২ টি বেআইনি বালি বোঝাই ট্রাক্টর।

See also  পূর্বস্থলির যুবকের তৈরি অব্যবহৃত লোহার টুকরোর যিশু এখন চাহিদার তুঙ্গে, পাড়ি জমিয়েছে বিদেশেও
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---