ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: দুটি পৃথক ভয়াবহ ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তিন জনের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে জামালপুর থানার জৌগ্রাম এলাকায় জাতীয় সড়কের পাশে সার্ভিস রোড ধরে সাইকেল নিয়ে যাওয়ার সময় সামনে থেকে দ্রুত গতিতে আসা একটি ইট বোঝাই লড়ি এক সাইকেল আরোহীকে পিষে দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মোসলেম মল্লিক, বাড়ি জামালপুর থানার ফইমপুর। ঘাতক লরিটিকে ধাওয়া করে আটক করেছে পুলিশ। যদিও চালক ও খালাসী পলাতক। তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।


অন্যদিকে এদিন একই সময়ে নবগ্রামের কাছে জাতীয় সড়ক ধরে একটি মোটর সাইকেলে তিন বন্ধু শক্তিগড়ের দিক থেকে জামালপুরের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তিনজনেই গুরুতর জখম হয়। পরে পুলিশ তিনজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। মৃত দুজনের নাম শিবাজীৎ হাঁসদা ওরফে জিৎ হাঁসদা(১৬), বাড়ি জামালপুর থানার মহেন্দর এলাকায়। অপরজন অরিন্দম, বয়স আনুমানিক (২১), তার বাড়ি জামালপুর থানারই চকদিঘী এলাকায়। এবং গুরুতর জখম কিশোরের নাম হিমাংশু হেমব্রম(১৬), তার বাড়ি জামালপুর থানার সাহাপুরে।
ঘটনার বিষয়ে জানা গেছে, গতকাল তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে শক্তিগড় আদিবাসী পাড়ায় ফাংশন দেখতে গিয়েছিল। এদিন সকালে বাড়ি ফেরার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তিনজন। জামালপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন জনকেই উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে পাঠায়। যদিও তিনজনের মধ্যে দুজনকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় মৃতদের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









