ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: স্বাধীনতা দিবসের সকালেই বর্ধমানের ফাগুপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো ১০ জন পুণ্যার্থীর। মৃতদের মধ্যে দুজন মহিলা ও ৮ জন পুরুষ রয়েছে। আহত আরো ২৫ জন যাত্রী। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের মধ্যে তিন চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গা সাগরে পূণ্য স্নান সেরে শুক্রবার সকাল ৭ টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে একটি যাত্রী বোঝাই ভলভো বাস দুর্গাপুরে দিকে দ্রুত গতিতে যাওয়ার সময় বর্ধমানের ফাগুপুরের কাছে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা ও তার আওয়াজ এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকার মানুষ চমকে ওঠেন। ছুটে আসেন সকলে ঘটনাস্থলে।

দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় জেলা পুলিশের একাধিক আধিকারিক সহ প্রচুর পুলিশ বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় জখম ও আহত যাত্রীদের বাসের ভিতর থেকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। যদিও হাসপাতালে পৌঁছানোর আগেই দু জন মহিলা যাত্রী সহ দশ জন যাত্রীর মৃত্যু ঘটে। আহত যাত্রীদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেলে।









