---Advertisement---

পরিবার সহ বাড়িতে আগুন ধরিয়ে খুনের চেষ্টা সৎ ছেলের, মৃত এক, অগ্নিদগ্ধ আরও চার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাড়ির সদর দরজায় বাইরে থেকে তালা মেরে ভিতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলো সৎ ছেলে। গভীর রাতের ভয়ানক এই ঘটনায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন সন্ধ্যা মিস্ত্রি (৪২) নামে এক মহিলা। অগ্নিদগ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও তিন জন। তাদের মধ্যে রয়েছেন মৃতার স্বামী কৃষ্ণপদ মিস্ত্রি (৫০), দুই সন্তান বাদল মিস্ত্রি (১৩) ও সুমিত্রা মিস্ত্রি (১০)। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগাতে গিয়ে বাবুল মিস্ত্রি (২৪) (সৎ ছেলে) সেও অগ্নিদগ্ধ হয়ে বর্ধমান মেডিকেলে ভর্তি। রাতেই গ্রামবাসীদের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। যদিও আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সন্ধ্যা দেবী মারা যায়। বাকিদের উদ্ধার করে বর্ধমান মেডিকেলে পাঠায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ২ টা নাগাদ খন্ডঘোষ থানার উদয়কৃষ্ণপুর পশ্চিমপাড়ায় আচমকাই প্রতিবেশী কয়েকজন দেখতে পায় একটি বাড়িয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্রামের মানুষ ছুটে এসে দেখেন বাড়ির ঘরের ভিতর থেকে বাঁচাও, বাঁচাও বলে সকলে চিৎকার করছে। তড়িঘড়ি জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন প্রতিবেশীরা। ঘরের বাইরে থেকে তালা মেরে রাখার কারণে প্রথমে ঘরের ভিতরে ঢোকা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে কুড়ুল দিয়ে তালা ভেঙে ঘরের ভিতর থেকে চারজন কে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের অভিযোগ, কৃষ্ণপদ মিস্ত্রির সৎ ছেলে বাবুল মিস্ত্রি এই অগ্নিকাণ্ডের মূল অভিযুক্ত। জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে অশান্তি চলছিল। একটি জমি বাবুল মিস্ত্রি তার নামে লিখিয়ে দেবার জন্য চাপ দিচ্ছিলো বাবা মাকে। এদিন রাতের অন্ধকারে ঘরের লোহার গেটের বাইরে থেকে তালা মেরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ফলে ঘুমন্ত অবস্থায় থাকায় ঘরের ভিতর থেকে কেউই বেরিয়ে আসতে পারেননি। আগুনে ঝলসে যায় দম্পতি সহ দুই শিশু। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত বাবুল মিস্ত্রি কে আটক করেছে। প্রাথমিক চিকিৎসার পর সুমিত্রা মিস্ত্রি (১০) কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

See also  বর্ধমানে লকডাউন অব্যাহত, চলছে কড়া পুলিশী নজরদারি, আতংকে বাড়ছে রোগীর সংখ্যা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---