ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতা: কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬ বাংলা সাহিত্য ও সংস্কৃতির নব প্রচেষ্টাকে সামনে রেখে নব দিগন্ত ও কুহুতান পাবলিকেশন আগামী কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬-এ একাধিক নতুন, ব্যতিক্রমী ও মানসম্মত গ্রন্থ প্রকাশ করতে চলেছে। বাংলা ভাষা ও সাহিত্যের পরিসরকে আরও সমৃদ্ধ করা – এই ভাবনাই এবারের মূল লক্ষ্য। এবছর প্রকাশিত হতে চলেছে কবিতা, গল্প, উপন্যাস, গবেষণা-গ্রন্থ, প্রবন্ধ, শিশু-কিশোর সাহিত্য, আত্মজীবনী এবং সমকালীন চিন্তাধারাভিত্তিক নানান রচনা।

প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল করতে নব দিগন্ত প্রকাশনার কর্ণধার ঋত্বিকা বল্লভ, কুহুতান প্রকাশনীর কর্ণধার আকাশ চক্রবর্তী, এবং দুই সহযোগী সমন্বয়কারী সুপ্রিয় সাহা ও রুদ্রনীল লাহিড়ি নিরলস নিষ্ঠা, সৃজনশীলতা ও দক্ষতা এক গুরুত্বপূর্ণ ভূমিকার সাক্ষর রেখেছেন। তাঁদের অবিরাম প্রচেষ্টা বইগুলোর মানোন্নয়নে ইতিমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলেছে। নতুন লেখকদের পাশে দাঁড়ানো ও বাংলা সাহিত্যের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে তাঁদের এই ভূমিকা প্রশংসনীয় হিসেবেই উঠে এসেছে। নব দিগন্ত ও কুহুতান পাবলিকেশন এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—আগামী দিনে আরও পাঠকপ্রিয়, মানসম্মত ও বিষয়নির্ভর গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যভুবনে তাঁরা আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
নতুন প্রতিভা ও সম্ভাবনাময় লেখকদের উৎসাহিত করতে এ বছর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নবীন লেখকদের রচনা প্রকাশে। বইমেলার নির্দিষ্ট দিনে থাকছে বই প্রকাশ অনুষ্ঠান, লেখক–পাঠক আড্ডা, কবিতা পাঠ, গান, লাইভ সেশন এবং স্বাক্ষর–পর্ব। বাংলা সাহিত্যপ্রেমী পাঠকদের আমরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। বইমেলায় আমাদের স্টলে উপস্থিত হতে ও আমাদের প্রকাশিত বইসমূহকে সমাদর জানাতে।
আপনাদের সহযোগিতা ও আশীর্বাদই আমাদের পথচলার প্রেরণা।’








