---Advertisement---

পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার আগেই জাল প্রশ্নপত্র বিলি ও প্রতারণা চক্রের ১০ জন গ্রেপ্তার, আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার আগেই জাল প্রশ্নপত্র বিলি ও চাকরি দেওয়ার নামে প্রতারনা চক্রের হদিস! জঙ্গলের ভেতর থেকে জাল প্রশ্নপত্র বিলির চক্রের সাত জনকে হাতেনাতে ধরল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে প্রথমে বর্ধমান স্টেশন এলাকা থেকে এই চক্রের তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করতেই উঠে আসে দেবশালার কলমডাঙার ওই জঙ্গলের প্রশ্নপত্র বিলির হদিস। আউশগ্রাম দু’নম্বর ব্লকের দেবশালা অঞ্চলের কলমডাঙার জঙ্গলে শনিবার রাতেই অভিযান চালায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর বিশেষ দল। সেখান থেকেই সাত জনকে হাতেনাতে ধরে পুলিশ। বাকিদের অনেকেই গা ঢাকা দেয়। তাদের চিহ্নিত করে ধরার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। ঠিক তার আগের রাতেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। অভিযোগ, লক্ষাধিক টাকার বিনিময়ে চাকরি দেওয়ার টোপ দিতো এই চক্রের মাথারা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বাড়ি মালদা, নদিয়া ও পুরুলিয়া জেলায়। রবিবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের মধ্যে দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। কীভাবে এই জাল প্রশ্নপত্র ফাঁসের ছক তৈরি হয়েছিল এবং এই চাকরি প্রতারণা চক্রে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  বাজারে চীনা খেলনার আমদানি কমতেই দেশীয় খেলনার চাহিদা তুঙ্গে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---