---Advertisement---

বর্ধমানে জোর করে জেলাশাসকের গেট খুলে শিক্ষক ঐক্য মঞ্চের বিক্ষোভ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কোথায় করোনা? রীতিমত গায়ের জোরে জেলাশাসকের গেট খুলে নিজেদের ২০ দফা দাবীতে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করল পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পূর্ব বর্ধমান জেলা শাখা। সংগঠনের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘ প্রায় ৯ বছর ধরে তাঁরা আন্দোলন চালিয়ে আসছেন। আগামী ১১ জানুয়ারী নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে সমস্ত জেলায় জেলায় তাঁরা সমকাজে সমবেতন, পেনশন সহ ২০ দাবীকে সামনে রেখে জেলাশাসকদের কাছে স্মারকলিপি দিচ্ছেন। 

বিজ্ঞাপন

এদিনও তাঁরা পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে স্মারকলিপি দিতে আসেন। কিন্তু জেলাশাসক তাঁদের স্মারকলিপি নিতে অস্বীকার করেন। এরপরই সংগঠনের সদস্যরা পুলিশের ব্যারিকেড ভেঙে এবং খোদ জেলাশাসকের অফিসের গেট জোর করে খুলে ঢুকে পড়েন অফিস চত্বরে। যদিও পরে অতিরিক্ত জেলাশাসক তাঁদের স্মারকলিপি গ্রহণ করেন।
See also  রায়নায় আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---