---Advertisement---

কালনা হাসপাতালের ভিতরেই আত্মঘাতী চতুর্থ শ্রেণীর কর্মী, চাঞ্চল্য

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: বৃহস্পতিবার সকালে কালনা মহকুমা হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ের সিঁড়িতে হাসপাতলেরই এক চতুর্থ শ্রেণীর কর্মী কে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম অনিমেষ রায়(২৪)। বাড়ি নদিয়ার নবদ্বীপে। পরিবার সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি গতকাল রাত থেকে নিখোঁজ ছিল। এদিন সকালে হাসপাতালের অন্য কর্মীদের নজরে আসে বিষয়টি। খবর দেওয়া হয় কালনা থানায়। পাশাপাশি হাসপাতাল কতৃপক্ষকেও বিষয়টি জানানো হয়।
জানা গেছে, অনিমেষ রায়ের বাড়ি নবদ্বীপে হলেও সে কালনার পিরতলা এলাকায় তার মামার বাড়িতে থেকে ডিউটি করতো। গত ৮ মাস আগে সে এই হাসপাতালে কাজে যোগ দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকে সন্দেহ করছেন হাসপাতলেরই অন্য এক মহিলা সহকর্মীর সঙ্গে কিছুদিন ধরে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অনিমেষ। তার আত্মঘাতী হওয়ার পিছনে সঠিক কারণ অনুসন্ধানে নেমেছে কালনা পুলিশ। 
See also  ভোট বয়কটের ডাক দিল সিভিল ডিফেন্স ভলেণ্টিয়ার্সরা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---