ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: চলতি গ্রীষ্মের তাপমাত্রা প্রতিদিন মাত্রা ছাড়াচ্ছে। বেলা বাড়তেই গরম হওয়া বইছে। আগামী কয়েকদিনের মধ্যে দাবদাহের পরিমাণ আরো বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আর এই পরিস্থিতিতে বন্য প্রানীদের উপর বিশেষ নজরদারি শুরু করেছে বর্ধমান রমনাবাগান অভয়ারণ্য কর্তৃপক্ষ। বর্ধমান জেলা বন দপ্তরের অধীনে রয়েছে রমনাবাগান জুলোজিক্যাল পার্ক। এখানে চিতাবাঘ থেকে ভল্লুক, হরিণ, কুমির, ময়ূর ছাড়াও বিভিন্ন প্রজাতির প্রচুর পাখি রয়েছে।


এইসমস্ত প্রাণীদের গরমের প্রকোপ থেকে স্বস্তি দিতে ইতিমধ্যেই বন কর্মীরা সকাল থেকেই ব্যস্ত থাকছেন। জেলা বিভাগীয় অতিরিক্ত বনাধিকারিক সোমনাথ চৌধরী বলেন, ‘ এখন পানিও জলের সঙ্গে গ্লুকোন-ডি এবং ওআরএস দেওয়া হচ্ছে সমস্ত পশু পাখিদের। শরীরকে ঠাণ্ডা করতে সকাল সকাল চিতা বাঘের এনক্লোজারের বাইরে থেকে পাইপে করে জল দিয়ে স্নান করানো হচ্ছে ওদের। পশু পাখিদের ছাউনির উপরে খড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে রোদের প্রখর তাপে তারা কষ্ট না পায়। এনক্লোজারের ভিতরে জল ছিটিয়ে ভিজিয়ে রাখা হচ্ছে। অভয়ারণ্যের ভিতরে পুকুরগুলোয় এই গরমে জল শুকিয়ে যাচ্ছে, তাই মোটর চালিয়ে পর্যাপ্ত জল ভরে দেওয়া হচ্ছে নিয়মিত। যাতে কুমিরদের কোন সমস্যা না হয়।
ভল্লুকের খাঁচায় বড় ফ্যান চালিয়ে ঠাণ্ডা করার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকের পরামর্শে ভল্লুকের প্রধান খাদ্য মধুর পরিমাণ কমিয়ে তরমুজ বেশি খাওয়ানো হচ্ছে। অন্যান্য পশুদের জন্যও খাদ্য তালিকায় ফলমূলের পরিমাণ বাড়ানো হয়েছে। সর্বক্ষণ সমস্ত পশু পাখিদের উপর নজর রেখে চলেছেন বন কর্মীরা। এখনও পর্যন্ত রমনাবাগান জু – এ সমস্ত বন্য প্রাণী সুস্থ রয়েছে। গরমের উত্তাপ না কমা পর্যন্ত আগামী কিছুদিন তীক্ষ্ণ নজরদারি রাখা হবে পশুদের উপর।









