---Advertisement---

বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অনির্বাণ কোলের বদলী পুর্ব মেদিনীপুরে

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পুর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক ( সাধারণ)  অনির্বাণ কোলে কে বদলী করা হল পুর্ব মেদিনীপুরে। শুক্রবারই নবান্ন থেকে তাঁর এই আদেশনামা জেলায় পৌঁছেছে। তাঁকে পুর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক হিসাবেই বদলী করা হল। 

উল্লেখ করা যেতে পারে, অনির্বাণবাবু এর আগে দুর্গাপুর এবং পূর্ব বর্ধমানের মহকুমা শাসকের দায়িত্ব সামলেছেন। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক ছিলেন। পুর্ব মেদিনীপুরে তিনি কৃত্বিকা শর্মার জায়গায় বদলী হলেন।
See also  রাজ্যের নির্দেশে পূর্ব বর্ধমানে খুলে গেল বালি খাদান, মানতে হবে একাধিক শর্ত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---