---Advertisement---

মাধ্যমিক পরীক্ষার আগের দিন নিখোঁজ হয়ে গিয়েছিল, ছাত্রকে খুঁজে পরীক্ষায় বসিয়ে দিলো পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: মাধ্যমিক পরীক্ষার আগের দিন সন্ধ্যায় মাধ্যমিক পরীক্ষার্থীর নিখোঁজ হয়ে যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে রাতেই তদন্তে নেমে মেমারি থানার পুলিশ তৎপরতার সঙ্গে ছাত্রটিকে উদ্ধার করলো। যথারীতি সোমবার প্রথম দিনের পরীক্ষাও দিয়েছে ছাত্রটি। পুলিশ সূত্রে জানা গেছে, তকাল রাতে মেমারি থানাতে খবর আসে যে একজন মাধ্যমিক পরীক্ষার্থী যার নাম জ্যোতির্ময় বিশ্বাস (বয়স ১৬) বাড়ি মেমারি থানার অন্তর্গত উত্তর মহেশডাঙ্গা ক্যাম্প গতকাল সন্ধ্যাবেলায় সাইকেল মেরামত করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন কিন্তু রাত পর্যন্ত বাড়ি ফেরেনি।

বিজ্ঞাপন

সে স্থানীয় কাঁঠালগাছি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এরপরই দ্রুত অনুসন্ধান শুরু করে পুলিশের একটি বিশেষ টিম। মেমারি থানার অধীনে উদয়পল্লির ডিভিসি ক্যানেল পাড়ে একটি সাইকেল পরিত্যক্ত অবস্থায় পায় পুলিশ। রাত সাড়ে ১১ টার সময় ছাত্রটির ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দুর্গাপুর স্টেশন এলাকায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, তারপর থেকে তার ফোন বন্ধ ছিল। মেমারি থানার পক্ষ থেকে RPF এবং GRPS কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করা হয়। পরবর্তীতে RPF দুর্গাপুরের সহায়তায় নিখোঁজ ছেলেটিকে দুর্গাপুর স্টেশনে খুঁজে পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, ছেলেটি উদ্দেশ্যহীনভাবে স্টেশনে চলাফেরা করছিল বলে খবর পাওয়ার পর মেমারি থানার একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। সেখান থেকে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে ছেলেটিকে ফিরিয়ে এনে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় রাতেই। সোমবার যাতে ছাত্রটি সুষ্ঠু ভাবে পরীক্ষা সেন্টার এ পৌঁছাতে পারে এবং পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করা হয়। আজ যথারীতি জ্যোতির্ময় পরীক্ষা দিয়েছে। স্বাভাবিকভাবেই ছাত্রীটির পরিবার খুব খুশি এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে।

See also  সাতসকালে ভাতার এবং মঙ্গলকোটে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত প্রায় ১০জন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---