---Advertisement---

বর্ধমানের পাড়াপুকুরে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের দিকে, পাল্টা তৃণমূলের পার্টি অফিস ভাঙল বিজেপি, উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পারাপুকুরে বিজেপির বুথ ক্যাম্পে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পারাপুকুরে ৯৪ নম্বর বুথের সামনে অশান্তি। বিজেপির অভিযোগ, বিজেপির বুথ ক্যাম্পে হঠাৎই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হামলা করে। বিজেপির কর্মীদের মারধর করে।কয়েকজন বিজেপি কর্মী জখম হয়। ভেঙে দেওয়া হয় অস্থায়ী ক্যাম্প। যদিও বিজেপির আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

বিজ্ঞাপন
অন্যদিকে, বিজেপির উপর হামলার পরই পাল্টা বিজেপি কর্মীরা ৭নং ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে হামলা চালায়। ব্যাপক ভাঙচুর চালানো হয় পার্টি অফিসে। এই ঘটনায় বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাস বলেন, বিজেপি নিজেদের বুথ ক্যাম্প নিজেরাই ভেঙে অশান্তি সৃষ্টি করেছে। তিনি বলেন, ওদের যদি ক্ষমতা থাকে যারা ওদের ক্যাম্প অফিস ভেঙেছে তাদের নামে থানায় অভিযোগ করুক। আসলে ভোট শেষের মুখে যখন বুঝে গেছে মানুষ ওদের সঙ্গে নেই তখন শেষবেলায় তৃণমূলের পার্টি অফিস ভেঙে ক্ষমতা দেখাচ্ছে।
See also  বর্ধমান ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন ব্যবসায়ী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---