ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: আচমকা মালগাড়ির প্যানটোগ্রাফে আগুন লেগে যাওয়ায় বিঘ্নিত হলো বর্ধমান হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল পাঁচটা আঠারো নাগাদ নিমো স্টেশনের কাছে। মালগাড়িটি বর্ধমান থেকে রানাঘাটের দিকে যাচ্ছিল বলে জানতে পারা গেছে। বর্ধমান থেকে মালগাড়িটি ছাড়ার পর নিমো স্টেশনে পৌঁছালে হঠাৎই প্যানটোগ্রাফে আগুন ধরে যায়।

চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ঘটনার পরই মেমারি থেকে গিয়ে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্যানটোগ্রাফটি দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে সেই আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকল বাহিনীর চেষ্টায় নিভিয়ে ফেলা হয়। দীর্ঘ সময় ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে কি কারণে প্যান্টোগ্রাফে আগুন ধরে গেলো তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।









