ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় বর্ষা কমে যাওয়ায় এবং নদনদী গুলোর অবস্থা স্বাভাবিক হয়ে যাওয়ায় নদনদীগুলো থেকে বালি উত্তোলনে আর বাধা রইলো না।

প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের রিপোর্ট অনুসারে বর্ষাকালীন বালি উত্তোলনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। আগামীকাল অর্থাৎ ১ নভেম্বর, শনিবার থেকে পরবর্তী নিষেধাজ্ঞা জারি না হওয়া পর্যন্ত বৈধ ইজারাদাররা নদ ও নদী থেকে বালি উত্তোলনে করতে পারবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।









