ফোকাস বেঙ্গল ডেস্ক,দুর্গাপুর: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে (NSOU) সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর (MA) কোর্সের জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন ফর্ম ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের সহকারী অধ্যাপক অরিজিৎ ঘোষ জানান, “পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়েই সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে দূরশিক্ষার মাধ্যমে এমএ কোর্স করার সুযোগ রয়েছে।”


‘স্বাধীনতার পর সংবাদমাধ্যমের ক্ষেত্র যেমন প্রসারিত হয়েছে, তেমনই প্রশিক্ষিত মানবসম্পদের ঘাটতিও প্রকট হয়েছে। কারণ দেশে এই বিষয়ে উচ্চশিক্ষার প্রশিক্ষণমূলক কেন্দ্রের অভাব রয়ে গেছে। সেই প্রয়োজন মেটাতে NSOU এই সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে দু’বছরের পূর্ণাঙ্গ স্নাতকোত্তর ডিগ্রি কোর্স চালু করেছে। এই কোর্সে যে কোনও শাখার স্নাতক ডিগ্রিধারীরা ভর্তি হতে পারবেন। কোর্সের মেয়াদ ন্যূনতম দুই বছর হলেও, শিক্ষার্থীরা প্রয়োজন অনুসারে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে তা সম্পূর্ণ করতে পারবেন।
এই কোর্সে পাঠ্যবিষয়ের মধ্যে রয়েছে—সংবাদ সংগ্রহ ও লেখার পদ্ধতি, সাক্ষাৎকার গ্রহণ, মিডিয়ার নৈতিকতা ও আইন, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকতার পরিচিতি, সংবাদ সম্পাদনা ও প্রযোজনা প্রভৃতি। কলকাতা এবং দূর্গাপুরে ক্লাস করতে পারবেন পড়ুয়ারা এই পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন সাংবাদিকতার প্রাথমিক ও প্রাসঙ্গিক ধারণা অর্জন করবেন, তেমনই সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ও অনলাইন মাধ্যমে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতিও পাবেন।উল্লেখযোগ্য, ২০০৭ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে এক বছরের স্নাতকোত্তর অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স সফলভাবে পরিচালিত হয়ে আসছে।
তথ্য ও অনলাইন আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে লগ ইন করুন:🌐 www.wbnsou.ac.in যোগাযোগ: অরিজিৎ ঘোষ, সহকারী অধ্যাপক বিভাগ: সাংবাদিকতা ও গণজ্ঞাপন
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
✉️ Email: nsoujmc@wbnsou.ac.in









