ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: অজয় নদে অবৈধভাবে সাকসন মেসিন নামিয়ে বালি উত্তোলনের অভিযোগে যৌথ অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ ও ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। যৌথ অভিযানের সময় এনফোর্সমেন্ট টিম মাঝখারা এলাকার একটি বালির ঘাট পরিদর্শন করে এবং সেখানে দেখা যায় একাধিক বারো চাকার যানবাহন নদীর তলদেশ থেকে বালি বোঝাই করছে।


অভিযোগ ‘কলকাতা গ্রুপ ওয়ান ‘ নামে একটি কোম্পানির চালান ব্যবহার করা হচ্ছিল বালি উত্তোলনের কাজে। যৌথ অভিযানকারী দল দেখতে পায়, নদীতে সাকশন মেশিন সহ সবুজ রঙের একটি ছোট নৌকা বসানো রয়েছে। নদীর পাশে নৌকা বাঁধা এবং নদীতে কিছু পাইপ বিছিয়ে নদীর নিচ থেকে মেসিনের সাহায্যে বালি তোলা হচ্ছে। অভিযানকারী দল বালি ঘাটের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করলেও সে সমস্ত অভিযোগ অস্বীকার করে।
এরপরই ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের নির্দেশে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করা হয়। ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে জানা গেছে, মাঝখারা এলাকায় যে পদ্ধতিতে অজয় নদ থেকে বালি তোলার কাজ চলছে সেটা সম্পূর্ণ বেআইনি। তাই খনি ও খনিজ পদার্থ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন-1957 অনুযায়ী বালিঘাটের সমস্ত অবৈধ সরঞ্জাম ও সাকশন মেসিন বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।








