---Advertisement---

পুকুর সংস্কারের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, এলাকাজুড়ে আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: গ্রামের পারিবারিক পুকুর সংস্কারের সময় মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে উদ্ধার হলো একটি প্রাচীন বিষ্ণু মূর্তি। প্রায় তিন ফুট উচ্চতার একটি প্রস্তর খণ্ডের মধ্যেই ভগবান বিষ্ণু ও তার দু পাশে সহচরদের দেখা যাচ্ছে। গোটা প্রস্তর খন্ড জুড়ে রয়েছে নানান কারুকার্য। তবে মূর্তিটি ঠিক কতো প্রাচীন কিংবা কীভাবে এই স্থানে এলো সেই বিষয়ে কেউই কিছু জানাতে পারেননি। ঘটনাটি ঘটেছে মেমারি ২ব্লকের সাতগেছিয়ার দে পাড়া এলাকায়।

বিজ্ঞাপন

স্থানীয় দে পরিবারের সদস্য সৌম্য দে জানিয়েছেন, প্রায় ১০০ বছরের ওপর পুরোনো তাদের এই পদ্মপুকুর। প্রায় ২০বিঘা জায়গা নিয়ে রয়েছে পুকুরটি। এই প্রথম পুকুরটির সংস্কারের কাজ শুরু করা হয়েছে। মেশিন দিয়ে পুকুরের পাঁক মাটি সরিয়ে পরিষ্কার করানো হচ্ছে।  রবিবার সকাল ৯টা নাগাদ হঠাৎই মাটি কাটার সময় মেশিনের সামনে একটি বড় পাথরের টুকরো চলে আসে। মেশিন থামিয়ে পাথরের খন্ডটি কে বের করে আনা হয়। তারপর স্থানীয়রা জল দিয়ে পরিষ্কার করতেই দেখা যায় একটি বিরাট বিষ্ণু মূর্তি।

পুকুর থেকে মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমান। কিছুক্ষণের মধ্যেই মূর্তিটিকে সোজা করে রেখে পুজো-অর্চনা শুরু করেন স্থানীয় ও পরিবারের সদস্যরা। পরে এই ঘটনার খবর পেয়ে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও পরিবারের ও স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া মূর্তিটি তাঁদের গ্রামে পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। যাতে মূর্তি প্রতিষ্ঠা করে তারা পূজা অর্চনা করতে পারেন তারা। প্রশাসন সূত্রে অবশ্য মূর্তিটির প্রকৃত ইতিহাস জানতে তদন্ত করে দেখা হবে বলেই জানানো হয়েছে। প্রস্তর খন্ড টি কোন ধাতুর জানতে সেক্ষেত্রে প্রত্নতত্ত্ববিদ দের সঙ্গেও যোগাযোগ করা হবে। 

See also  বর্ধমানের পীরপুকুর এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু মা ও দুই মেয়ের, তদন্তে পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---